প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০
জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা। জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, সদস্য সচিব জিসান আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক সোহেল গাজী, সদস্য সচিব আল-আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর বেগম মসজিদের খতিব মুফতি হাবিবুর রহমান।
উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বেশ কিছু দিন যাবৎ অসুস্থ। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন।