প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের আজ শেষদিন। মহা ধুমধামে উৎসবের শুভ সূচনা হলেও আজ নিরানন্দের মধ্য দিয়েই শেষ হবে চাঁদপুর জেলার বিসর্জন পর্ব। আজ দেবীকে বিদায় জানাবেন ভক্ত হৃদয়, তাই সকল পূজা মণ্ডপেই দেখা দিয়েছে বিষাদের ছায়া। দুপুর ৩টার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যার যার সুবিধাজনক স্থানে বিসর্জন পর্ব সম্পন্ন করার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ।
শহরের বিসর্জন পর্ব শুরু হবে আসরের নামাজের পর। বিসর্জন পর্ব সুন্দরভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে চাঁদপুর পৌরসভা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদও গ্রহণ করেছে প্রয়োজনীয় ব্যবস্থা। তাদের ব্যবস্থাপনায় বিসর্জন স্থল চৌধুরী ঘাটলায় নির্মাণ করা হয়েছে বিসর্জন মঞ্চ। যে মঞ্চ থেকে শান্তিপূর্ণ বিসর্জন পর্ব সম্পন্নে দেয়া হবে দিক-নির্দেশনা।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা পূজা উদযাপন পরিষদ। গত বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যগত বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়ে। পূজারীরা করোনার কারণে নিয়মের পূজা সম্পন্ন করেন কেন্দ্রীয় পূজা পরিষদের নির্দেশনা মেনে।
১ অক্টোবর সকল আয়োজন শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু করেন দীর্ঘ অপেক্ষার মাতৃবন্দনা শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব। বৈদ্যুতিক নানান রং বেরং-এর বাতির আলোয় আলোকিত সুউচ্চ দৃষ্টিনন্দন প্যান্ডেলে স্থান পায় মাতৃরূপী জগৎ কল্যাণদায়ী শ্রী শ্রী দুর্গাদেবী। স্থান পায় লক্ষ্মী, সরস্বতীসহ দুর্গামায়ের সন্তানেরা। দীর্ঘ অপেক্ষার পর দেবী দুর্গাকে মণ্ডপে স্থাপন করতে পেরে পূজারীদের মাঝে দেখা দেয় পরম আনন্দ। এ বছর পূজা আয়োজনকারীদের আশা ছিল গতবছর করোনার কারণে দর্শনার্থীদের উপস্থিতি তেমন না হলেও এবার দর্শনার্থীদের পূজা দর্শনে ঢল নামবে। অবশেষে তা আর তেমনভাবে হয়ে উঠলো না বেরসিক বৃষ্টির কারণে। আবার একটি বছর পরে পূজা মণ্ডপে দেখা মিলবে দুর্গা মায়ের। সেই আশায় বুক বেঁধে প্রতিমার কাঠামো বিসর্জন দিয়ে আজ ঘরে ফিরবে পূজারীগণ।