বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০

আশপাশের প্রতিটি অসহায় লোককে সাধ্যমতো সহযোগিতা করতে হবে
বিশেষ প্রতিনিধি ॥

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সবাইকে প্রতিদিন কমপক্ষে একটি করে ভালো কাজ করতে হবে। আপনার আশপাশের প্রতিটি অসহায় লোককে সাধ্যমতো সহযোগিতা করতে হবে। তাহলে ঐ ব্যক্তি তার দুর্দিনে আপনার সহযোগিতার কথা স্মরণ করবে। আপনাকে সম্মান করবে, আপনার কথা শুনবে। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নের চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা নেয়ার জন্যে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান অতিথি সবার বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানের পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়