বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০

জেলা পরিষদ নির্বাচন-২০২২

আধুনিক চাঁদপুর গঠনের প্রত্যয়ে ভোটারদের কাছে ছুটছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন প্রধানীয়া

আধুনিক চাঁদপুর গঠনের প্রত্যয়ে ভোটারদের কাছে ছুটছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন প্রধানীয়া
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ভোটারদের কাছে দিন-রাত ছুটে চলেছেন মোঃ জাকির হোসেন প্রধানীয়া। ইলিশের বাড়ি চাঁদপুরকে নিয়ে তার পরিকল্পনাগুলো জানাচ্ছেন ভোটারদের। সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। গত ২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান পদে মোঃ জাকির হোসেন প্রধানীয়াকে নির্বাচনী প্রতীক আনারস বরাদ্দ দেন। এরপর থেকে তিনি জেলার প্রতিটি উপজেলা এবং ইউনিয়নের প্রত্যেক ভোটারের সাথে ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা ব্যবসায়ী মোঃ জাকির হোসেন প্রধানীয়া তাঁর মেধা ও শ্রম দিয়ে যেভাবে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন ঠিক সেভাবে তিনি চাঁদপুর জেলাকে একটি আধুনিক ও উন্নত নাগরিক সুবিধার জেলায় পরিণত করতে চান। এই কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করার জন্যে তিনি জেলার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি সকল ভোটারের ভোট, দোয়া ও ভালোবাসা দৃঢ়ভাবে প্রত্যাশা করে বলেন, আপনারা আমাকে চাঁদপুর জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত করে দেন, আমি আপনাদের আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ।

এক প্রশ্নের জবাবে মোঃ জাকির হোসেন প্রধানীয়া জানান, আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারগণ আমাকে আপন করে নিচ্ছেন। আমি এর জন্য মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে ভোটারদের সমর্থন নিয়ে জয়লাভ করবো এবং একটি আধুনিক চাঁদপুর উপহার দেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়