বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

নাজিম দেওয়ান শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

নাজিম দেওয়ান শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষক পদক-২০২২-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নাজিম দেওয়ান শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।

নূরুল ইসলাম নাজিম দেওয়ান তৃণমূল থেকে উঠে আসা একজন জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদ। ইউপি চেয়ারম্যান থেকে শুরু তাঁর জনপ্রতিনিধিত্ব। রাজনীতিও তাঁর শুরু ইউনিয়ন থেকে। নাজিম দেওয়ান সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ১৯৭৯ সাল থেকে দীর্ঘ ১০ বছর। তাঁর পিতা ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ১৫ বছর, দাদা ছিলেন ৩৫ বছর। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন ১৯৯৩ সাল থেকে। এছাড়া তিনি আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগেরও সদস্য চার মেয়াদে। তিনি ২০১৯ সালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। একজন প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি সর্বমহলে পরিচিত। জনপ্রতিনিধি হিসেবেও তিনি তাঁর দীর্ঘ জীবনে বেশ সুনাম এবং সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই প্রাপ্তিতে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়