বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শেখ হাসিনার সময়োপযোগী নেতৃত্বে সব পর্যায়ের নেতা-কর্মীরা অবিচল
মাহবুব আলম লাভলু ॥

আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে ছাত্রলীগের সব নেতা-কর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। ছাত্রলীগের ইতিহাসে যেমন হাজার হাজার যোগ্য নেতার জন্ম হয়েছে, তেমন কিছু সংখ্যক অযোগ্য নেতারও জন্ম হয়েছে। যার কারণে মাঝে-মধ্যে বিতর্কিত হতে হয় বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংঠনটিকে। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সময়োপযোগী নেতৃত্বে সব পর্যায়ের নেতা-কর্মীরা অবিচল। ছাত্রলীগ সব ভুল সংশোধন করে আগামীদিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় কাজ করে গেলে বাংলাদেশের সুনাম অক্ষুণœ থাকবে।

২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে মতলব উত্তর উপজেলার সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদ নেতাদের মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

সাবেক ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম শিমুলের সভাপ্রধানে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ জসিম উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডঃ মহসীন মিয়া মানিক, মতলব ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রহমত উল্যাহ চৌধুরী, জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী যথাক্রমে সরকার মোঃ আলাউদ্দিন ও কাজী হাবিবুর রহমান, জেলা পরিষদ নির্বাচনে মহিলা সদস্য প্রার্থী তাছলিমা আক্তার আঁখি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম মিলন, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ছাত্র সংসদের সাবেক ভিপি জামাল হোসেন সাহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আক্তারুজ্জামান, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছ পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিয়া মোঃ আসাদুজ্জামান, আব্দুস সাত্তার খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আশরাফ মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা শাহআলম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি যথাক্রমে সাইফুল ইসলাম ও মাহবুব আলম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আবির, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির চৌধুরী, সুলতাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সগির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান মুন্না, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী গোলাম মর্তুজা, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন মুন্না, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজালাল, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, আবির হায়াত সিহাব, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়