প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাঃ সেলিম উদ্দিন অফিসিয়াল কাজে চাঁদপুর সফর করেন। গতকাল ২২ সেপ্টেম্বর সকালে তিনি বাবুরহাট রালদিয়া চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয়ে এসে পৌঁছলে তাঁকে অফিসের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্যবস্থাপনা ও পরিচালন নিরীক্ষা প্রতিবেদন-২০২২-এর উপর চূড়ান্ত পর্যালোচনা সভায় যোগদান করেন এবং সভাপতির বক্তব্য রাখেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাগণ উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান চৌধুরীসহ সমিতির স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।