প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
প্রাথমিক শিক্ষক পদক ২০২২-এ চাঁদপুর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মুহাম্মদ আনোয়ার হোসাইন। গত ২১ সেপ্টেম্বর বুধবার জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের মনোনীত কমিটিতে যাচাই-বাছাই শেষে সর্বসিদ্ধান্তে এ ঘোষণা দেয়া হয়। এর আগে তিনি সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হন। আনোয়ার হোসাইন চাঁদপুর শহরের তালতলা বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একজন মেধাবী ও গুণী শিক্ষক হিসেবে তিনি সর্বমহলে বেশ পরিচিত। কোমলমতি শিশুদের গড়ে তুলতে ও প্রাথমিক শিক্ষার প্রসারে নিজকে উৎসর্গ করতে চান বলে জানান এ শিক্ষক।
এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় আনোয়ার হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাছের বাচ্চু পাটোয়ারী ও শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি মির্জা জাকিরসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।