প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেনারেল হাসপাতাল এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেট মসজিদের পিছনে এ অভিযানে টিনশেড ঘরে এক্স-রে পরীক্ষা ও লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে এখানে অবস্থিত ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে তালা মেরে বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন।
বন্ধ ডায়াগনস্টিক সেন্টারগুলো হচ্ছে : গ্রীণ ভিউ ডায়াগনস্টিক, তাকওয়া ডায়াগনস্টিক, মিম ডায়াগনস্টিক এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টার। অভিযান পরিচালনাকারী চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, মানসম্পন্ন টেকনেশিয়ান না থাকা, লাইসেন্স নবায়ন নেই, কাগজপত্র ঠিক নেই, চরম অস্বাস্থ্যকর পরিবেশে ও অব্যবস্থাপনা থাকাসহ নানা অভিযোগে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো তালা মেরে সীলগালা করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন ও পুলিশ ফোর্স।
উল্লেখ্য, কার্যক্রম বন্ধ করে দেয়া এসব ডায়াগনস্টিক সেন্টার চাঁদপুর জেনারেল হাসপাতালের সম্মুখে গড়ে উঠে। দীর্ঘদিনের অভিযোগ ছিলো, এই হাসপাতালের রোগীদের দালালের মাধ্যমে ওইসব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে হয়রানি ও বেশি টাকা আদায় করা হতো। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন।