বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মেঘনা নদীতে পণ্যবোঝাই ট্রলার ডুবিতে মাঝি নিখোঁজ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের মেঘনা নদীতে ঘূর্ণিস্রোতের কবলে পড়ে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলার মাঝি দেলোয়ার হোসেন (৩৫) নিখোঁজ রয়েছেন। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পুরাণবাজার ব্যবসায়ীক এলাকা সংলগ্ন মেঘনা নদীর হরিসভা রনাগোয়াল স্থান দিয়ে ট্রলারটি মালামালসহ ডুবে যায়। ট্রলারে মাঝিমাল্লাসহ চারজন আরোহী ছিল। তারা নদীতে পড়ে যায়। পরে ট্রলারে থাকা ৩ জনকে নৌপুলিশ উদ্ধার করতে পারলেও সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি মাঝি দেলোয়ারের।

উদ্ধার হওয়া তিনজন হলেন ট্রলার শ্রমিক শরীয়তপুর জেলার ঘোষাইরহাট এলাকার মিজান ছৈয়াল (৪৫), মোঃ জলিল (৪০) ও হারুনুর রশিদ (৩২)। নিখোঁজ দেলোয়ার হোসেনও ঘোষাইরহাট এলাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া মিজান ছৈয়াল জানান, তারা ঢাকা থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও মুদি মালামাল নিয়ে চাঁদপুর আসার পথে রাতে ট্রাকঘাট এলাকায় অবস্থান করেন। সকালে সেখান থেকে ডাকাতিয়া নদী হয়ে মেঘনা নদীর মোহনা অতিক্রমকালে ঘূর্ণিস্রোতের মধ্যে পড়ে তাদের ট্রলারটি ডুবতে ডুবতে পুরাণবাজার হরিসভা রনাগোয়ালের দিকে চলে যায়।

এ সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ এসে ৩ জনকে উদ্ধার করে। তবে মাঝি দেলোয়ার পানিতে তলিয়ে যান। চাঁদপুর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) রেদওয়ান দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আমরা ওই এলাকা থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করি এবং মাঝি দেলোয়ার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিলেন। ট্রলারটি নদীতে নিমজ্জিত হয়। উদ্ধার হওয়া ৩ শ্রমিক এখন থানায় আছেন। নিখোঁজ মাঝির স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা চাঁদপুরে এসে পৌঁছবে।

উল্লেখ্য, গত কদিন যাবৎ চাঁদপুর বড় স্টেশন ও পুরাণবাজার ঠোঁডা এলাকায় মেঘনা নদীরতে তীব্র ঘূর্ণিস্রোত প্রবাহিত হচ্ছে। নৌযানগুলোকে অনেক ঝুঁকি নিয়ে ওই স্থান অতিক্রম করতে হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়