বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না
মিজানুর রহমান ॥

রাজনৈতিক দলের কর্মসূচিতে সাম্প্রতিক হামলার প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ের সম্মুখস্থ রাস্তায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোস্তাক মিয়া।

তিনি বলেন, যে আন্দোলন চলছে তাতে দেশের মানুষ জেগে উঠেছে। তারা রাজপথে নেমে আসছে। তাই হামলা-মামলা, গ্রেপ্তার, হত্যা-নির্যাতন করে এ আন্দোলনকে দমানো যাবে না। ভোটাবিহীন সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

তিনি বলেন, সরকার মনে করছে নেতা-কর্মীদের ওপর হামলা করলে ভয়ে বিএনপি নেতা-কর্মীরা রাস্তায় নামবে না। এখনো সময় আছে অনতিবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকার এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে অতি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। এ আন্দোলন কেবল বিএনপির আন্দোলন নয়, এ আন্দোলন হলো এদেশের জনগণের আন্দোলন, বাংলাদেশকে রক্ষার আন্দোলন। তাই আগামীদিনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। চাঁদপুরের প্রতিটি নেতা-কর্মীকে এখন থেকে প্রস্তুতি নিয়ে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের সভাপ্রধানে ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক হাজী মোশারফ হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মুনিরা চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ মস্তান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা উলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক হাফেজ জাকির মৃর্ধা, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চাল, ডাল, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপির দেশব্যাপী কর্মসূচি পালনকালে রাজধানীর পল্লবীতে পুলিশের গুলি বর্ষণ এবং বনানী ও কুমিল্লায় সন্ত্রাসী হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়ালসহ নেতৃবৃন্দের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমরেশকে ঘিরে আগে থেকেই সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় বিএনপির এ কর্মসূচি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হয়। এ সময় তাদের মুহুর্মুহু স্লোগানে কম্পিত হয়ে ওঠে সমাবেশস্থল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়