বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

কচুয়ায় আলোর মশালের হুইল চেয়ার পেয়ে মহাখুশি আয়েশা
মেহেদী হাসান ॥

মধ্যবয়সী আয়েশা বেগম (৪০)। স্বামী মানসিক ভারসাম্যহীন। মানুষের বাড়ি বাড়ি কাজ করে স্বামী ও সন্তানদের নিয়ে দুঃখের সংসার চলছে তার। এক দুর্ঘটনায় এক হাত ও পা ভেঙ্গে যায় আয়েশার। চিকিৎসা করেও হাত আর পা আর ভালো হয়নি। সংসার ও চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে আয়েশা। এই মানবেতর জীবনযাপন দেখে আলোর মশাল সামাজিক যুব সংগঠন উদ্যোগ নিয়ে প্রবাসী কল্যাণ পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি কাজী মোখলেছুর রহমানের অর্থায়নে আয়েশাকে একটি হুইল চেয়ার উপহার দেন। এতেই মহাখুশি হয়ে মধ্যবয়সী আয়েশা এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শারীরিক প্রতিবন্ধী আয়েশা বেগম কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী।

হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুমন, উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদী রুমি, বরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা ও ওয়ার্ড কৃষি সুপারভাইজার মিজানুর রহমান।

আয়েশা বলেন, এতদিন আমি খুব কষ্ট পেয়েছি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতাম। অনেক সময় হাত পা ভাঙ্গা থাকায় কাজও করতে পারিনি। হুইলচেয়ার পাবার পর কিছুটা কষ্ট দূর হলো। খাবার জোগাড় করা নিয়ে সবসময় চিন্তিত থাকতাম। তবে চাওয়া বেশি কিছু ছিলে না, চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও একটি হুইল চেয়ার।

আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম জানান, শারীরিক প্রতিবন্ধী অসহায় আয়েশাসহ ১৫জন শিশু ও অসহায়কে হুইল চেয়ার দিয়েছি। অসহায়কে সহযোগিতা করতে পেয়ে আমরা মনে শান্তি পাই ও আনন্দ ভোগ করি। নতুন প্রজন্মকে বার্ধক্য ও প্রতিবন্ধী বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সমাজের অসহায় প্রবীণ ও প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান এবং সহায়ক উপকরণ বিতরণ কাজের অংশ হিসেবে সংগঠনের পক্ষ হতে তাকে হুইল চেয়ার প্রদান করা হয়। এ সংগঠন যতদিন আছে অসহায় প্রতিবন্ধীদের সহযোগিতা করে যাবো। আয়েশা বেগমের হুইল চেয়ারটির সম্পূর্ণ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন প্রবাসী কল্যাণ পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি কাজী মোখলেছুর রহমান। তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়