বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুরের অনেক হাইস্কুলে প্রধান শিক্ষক নেই
অনলাইন ডেস্ক

চাঁদপুরের অনেক মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নেই কিংবা কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। এছাড়া কোনো কোনো বিদ্যালয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, গ্রুপিং, স্বেচ্ছাচারিতার জন্য প্রধান শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না।

এসবের কারণে প্রায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষক পদও রয়েছে শূন্য। এতে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

জানা যায়, হাইমচরের মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ বছর ও মতলব দক্ষিণের ডিঙ্গাভাঙা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এক যুগ। এছাড়া সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়, মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়, দশানি মোহনপুর উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জের কাউনিয়া শহীদ হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়, হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়, ঈশানবালা মালেরহাট যুব সংঘ উচ্চ বিদ্যালয়, শাহরাস্তির ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বিজয়পুর উচ্চ বিদ্যালয়, ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়, চেরিয়ারা উচ্চ বিদ্যালয়, হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী আকরাম আলী মজুমদার উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জের নাসিরকোট উচ্চ বিদ্যালয়, বেলচোঁ উচ্চ বিদ্যালয়, মেনাপুর বাদশাপুর উচ্চ বিদ্যালয়, টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কচুয়ার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়, চাঙ্গিনী নূরপুর উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণের মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল মতলব ও ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক।

শুধু তাই নয়, মতলব উত্তরে চরপাথালিয়া নূরুল হুদা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন ১৭ বছর। বিদ্যালয়টিতে পরিচালনা পর্ষদ গঠন প্রক্রিয়া নিয়ে মামলা জটিলতায় প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ রক্ষায় সংকট জিইয়ে রাখার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মনির হোসেন পাটোয়ারী বলেন, আমি প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারিনি এটা আমার ব্যর্থতা। তবে যিনি ভারপ্রাপ্ত প্রধান তিনি খুব চতুর মানুষ। মামলার কারণে প্রকৃত অর্থে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।

যদিও প্রধান শিক্ষক জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, খুব দ্রুতই মামলা জটিলতা সমাপ্ত হবে। এরপর প্রধান শিক্ষকসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক না থাকার কারণ জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের কয়েকজন জানান, প্রধান শিক্ষক নিয়োগ না হলে একটা প্রতিষ্ঠান চালানো আসলেই কঠিন। তবে ম্যানেজিং কমিটির সদিচ্ছাতেই এসব জটিলতা নিরসন করা সম্ভব। বিদ্যালয় পরিচালনা কমিটির কোনো কোনো সভাপতি তার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ করতে না পারায় দায় স্বীকার করেছেন। যদিও ভিন্ন কারণও দেখাচ্ছেন তারা।

এদিকে একজন সহকারী শিক্ষকের পক্ষে একটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমসহ সব কিছুর তদারকি করা কঠিন বলে মনে করেন চাঁদপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শহরের গণি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন। তিনি বলেন, সহকারী শিক্ষকরা যখন দায়িত্বে থাকেন অনেক সময় অনেক কাজ সাহস করে করতে পারেন না। অনেক ক্ষেত্রে চেইন অব কমান্ডও মেইন্টেইন হয় না।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির জটিলতা নিরসন করে প্রধান শিক্ষকসহ অন্যান্য জনবল নিয়োগে সহসাই নির্দেশনা দেওয়া হবে। সূত্র : যুগান্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়