প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ভাটি রসুলপুর গ্রামে সিঁদেল চোর আটক হয়েছে। ১৬ সেপ্টেম্বর ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার সময় এক সিঁদ কাটা চোরকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে এলাকাবাসী। মতলব উত্তর থানা পুলিশ চোরকে জেলহাজতে প্রেরণ করে।
জানা যায়, ভাটি রসুলপুর গ্রামের মরহুম লাল মিয়া বেপারীর বসতঘরে সিঁদ কেটে ঘরে ঢুকে চুরি করার সময় ঘরে থাকা মৃত লাল মিয়া বেপারীর স্ত্রী রত্না বেগম চোরকে পাকড়াও করে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে চোরকে আটক করে গণধোলাই দেয়। পরে স্থানীয় মেম্বার মুজিবুর রহমান ও সাবেক মেম্বার খোরশেদ আলমসহ গ্রামের আরো অন্যান্য মানুষ ঐ চোরকে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে থানা পুলিশ এসে চোরকে থানা হাজতে নিয়ে যায়।
আটককৃত চোরের নাম ইয়ার হোসেন, পিতা মোঃ কুট্টি মিয়া, গ্রাম গজরা, মতলব উত্তর, চাঁদপুর। সে এর পূর্বে অন্য জায়গায় চুরি করেছে বলে জানায় এলাকাবাসী।
চোরের সাথে থাকা ব্যাগে একটি লুঙ্গি, শার্ট, মোবাইল ও একটি ল্যাপটপ ও সিঁদ কাটার মাতুল পাওয়া যায়। সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম জানান, চোরকে ফিফটি ফোরে থানা পুলিশ কোর্টে প্রেরণ করে। এ সংবাদ লিখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।