বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ গাজীর মনোনয়নপত্র দাখিল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ইউসুফ গাজী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল ১৫ সেপ্টেম্বর বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বেশ ক’জন জনপ্রতিনিধি সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী ও অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া।

আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লালসহ আরো অনেকে।

মনোনয়নপত্র দাখিলের পর চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউসুফ গাজী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলের নিকট দোয়া ও ভোটারদের রায় কামনা করছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার প্রার্থী অবশ্যই জয়লাভ করবে ইনশাল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়