প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ০০:০০
জেলা বিএনপির সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
চলতি বছরের ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচন ঘোষণার আদেশ চেয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
|আরো খবর
২৩ আগস্ট মঙ্গলবার চাঁদপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারী।
মামলার আসামীরা হলেন : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ সলিমুল্লাহ সেলিম, সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাডঃ মোঃ শামছুল ইসলাম মন্টু, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল হক সাইদ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, মামলার বাদী ৩নং বিবাদী সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাডঃ মোঃ শামছুল ইসলাম মন্টু কর্তৃক প্রচারিত ফলাফল এবং কথিত বিজয়ী ১ ও ২নং বিবাদী (সভাপতি ও সাধারণ সম্পাদক রূপে) গৃহীত সকল কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চান।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডঃ সেলিম মিয়া জানান, মামলার বাদীর মৌখিক বক্তব্যের আলোকে অভিযোগগুলো লিপিবদ্ধ হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে : ২ এপ্রিলের নির্বাচনে ১৫১৫ জন কাউন্সিলর ছিলেন। এর মধ্যে ৯৮২ জন ভোট প্রয়োগ করলেও বাকিরা ভোট দেয়ার সুযোগ পাননি। যে কারণে বাদী পুরো সম্মেলন বাতিল চান। মামলাটি আদালতের আদেশের জন্যে রয়েছে।