প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার নোয়াগাঁও ব্রীজ সংলগ্নে হতদরিদ্র তাহমিনার বসতঘর ভাংচুর, লুটতরাজের ঘটনা গতকাল সোমবার চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় সংবাদ আকারে প্রকাশের পর কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নড়েচড়ে বসেছে। ভুক্তভোগী তাহমিনা গতকাল সোমবার কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও কচুয়া থানার অফিসার ইনচার্জের নিকট পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগমের অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আলী আশ্রাফ খানকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। একই সাথে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিনকে তার নিরাপত্তাসহ ঘটনার তদন্ত করে আইনী ব্যবস্থাগ্রহণের জন্য বলেন। নির্দেশ পেয়েই ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা আলী আশ্রাফ খান ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী তাহমিনার দাবি অনুসারে দক্ষিণ নোয়াগাঁও মৌজার ১৩৯৯ দাগে নয়, ১৭শ’ দাগেই তার বসতঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণের সত্যতা খুঁজে পান বলে তিনি সাংবাদিকদের জানান।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, তাহমিনা বেগমের অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান জানান, তাহমিনা বেগমের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, গত ১৮ আগস্ট তাহমিনার প্রতিপক্ষ হাসিনা বেগম ইউপি মেম্বার আব্দুল জলিলের যোগসাজশে ভাড়াটিয়া লোকজন দিয়ে তাহমিনার ঘর-বাড়ি ভাংচুরসহ ভূমি থেকে তাকে উচ্ছেদ করে বলে তাহমিনার অভিযোগ। ভাংচুর চলাকালীন ৯৯৯ নম্বরে ফোন দিয়েও তাহমিনা তার ঘর-বাড়ি প্রতিপক্ষের আগ্রাসী হামলা থেকে রক্ষা করতে পারেননি।