প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেডে হামলার প্রতিবাদে ফরিদগঞ্জের ধানুয়ায় আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রোববার বিকেলে ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনার পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে। কমিশন গঠন করে নেপথ্য নায়কদের চিহ্নিত করার মাধ্যমেই তাদের সাজা নিশ্চিত করতে হবে। তিনি নেপথ্য নায়কদের ফাঁসির দাবি করেন।
তিনি বলেন, জাতির জনকের কন্যা যেমন ভাগ্যবান, তেমনি আমরাও ভাগ্যবান। কারণ ১৫ আগস্ট জাতির জনকের দুই কন্যা প্রবাসে থাকায় এবং ২১ আগস্ট গাড়ির নিচে থাকা গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। নানা ষড়যন্ত্র করে চলছে। প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য এই পর্যন্ত ১৯ বার হামলা হয়েছে। এর মধ্যে ৯ বার আমি নিজে নেত্রীর সাথে ছিলাম। তাই সেই সময়ের বীভৎস চিত্র এখনো ভেসে উঠে।
আমি জানি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের মানুষ স্বাধীনতার পূর্ব সময় হতে আওয়ামী লীগের প্রতি নিবেদিত। তাই এই এলাকার উন্নয়নের জন্য বিশেষ নজর রয়েছে। করোনাকালীন সময়ে আমাদের উন্নয়নের গতি কিছুটা স্তিমিত হয়েছে। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এখন কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমি আপনাদের কথা দিচ্ছি অচিরেই আপনাদের সকল রাস্তাসহ অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে।
এমপি প্রতিনিধি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মিঠুন দাস, ইউপি সদস্য জাকির হোসেন খান, আহাদ খান জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন রাঢ়ী এবং এমপি প্রতিনিধি সোহেল হোসেন রাজু।
সমাবেশে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, শরীফ খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের এমপি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।