মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০

কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে বিএনপি কুমিল্লা বিভাগের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥

সারাদেশে গুম, খুন, গুলি করে নেতা-কর্মী হত্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে কুমিল্লা বিভাগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা/থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে গত ২০ আগস্ট শনিবার বিকেলে কুমিল্লার জমজম হোটেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতি কালাম), বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় নেতা ও ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক এমপি আবদুল গফুর ভূইঁয়া। সভায় চাঁদপুর জেলা বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলো।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শওকত হোসেন বকুল, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ কুমিল্লা বিভাগের বিএনপি নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়