প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। ২১আগস্ট রোববার ভোর রাত ৩টায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, ২১আগস্ট রোববার ভোর রাত ৩টার সময় হঠাৎ মুক্তারের চা দোকানে আগুন লেগে যায়। পরে মুহূর্তের মধ্যেই পাশের কামাল পাটোয়ারীর মুদি দোকান ও মুক্তার হোসেনের মুদি দোকানেও আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ৩টি দোকানে। পরে বাজারের নাইটগার্ড আগুন দেখে চিৎকার দেয় এবং বাজার কমিটির সভাপতিকে ফোন দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
চা দোকানদার মমিন বলেন, আগুনে আমার দোকানে থাকা ৫ লাখ টাকার মালামল পুড়ে গেছে। মুদি দোকানদার কামাল হোসেন পাটোয়ারী বলেন, আমার দোকানে থাকা বিভিন্ন মালামাল ও নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মুদি দোকানদার মুক্তার বলেন, আগুনে পুড়ে আমার দোকানের আসবাবপত্র ও মালামালসহ ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সুজাতপুর বাজার কমিটির সভাপতি বিল্লাল বেপারী ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কীভাবে আগুন লাগছে তা এখনো জানা যায়নি। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানান দোকান মালিক মুক্তার হোসেন।