প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় অন্ধকারে নিয়ে যাওয়া, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে হত্যা করা। আঠারো বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা করেছিলো আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন, আহত হন পাঁচ শতাধিক মানুষ। আহত ব্যক্তিদের অনেকেই এখনো তাঁদের শরীরে গ্রেনেডের স্পিøন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।
তিনি গতকাল ২১ আগস্ট সকালে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি আরো বলেন, দেশকে বাঁচাতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত তৃণমূল নেতা-কর্মীরা আওয়ামী লীগের রাজনীতিতে মূল্যায়িত হবে। কোনো ভাঁওতাবাজির রাজনীতি আওয়ামী লীগে স্থান নেই। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, জেলা তাঁতী লীগের সভাপতি নূর মোহাম্মদ পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসিবুল ইসলাম মুন্না প্রমুখ। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। এরপর বঙ্গবন্ধু এবং গ্রেনেড হামলায় নিহতদের প্রতিকৃতিতে পৃথক মাল্যদান করা হয়।
এদিন বাদ আছর বিভিন্ন মসজিদে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়।