মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নামে সড়কের নামকরণের অনুমোদন
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জ উপজেলার একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার নামে একটি সড়কের নামকরণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। যুদ্ধাহত এই মুক্তিযোদ্ধা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী। দেশপ্রেমিক একজন মুক্তিযোদ্ধার নামে সরকারিভাবে সড়কের নামকরণের অনুমোদনের বিষয়টি প্রকাশ হওয়ার পর বিশেষ করে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক আবেদনের প্রেক্ষিতে ফরিদগঞ্জ জিসি-রূপসা সড়কটি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সড়ক নামে নামকরণের জন্য চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ করেন। জেলা প্রশাসকের এ প্রস্তাবনা পেয়ে উক্ত মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী (যুদ্ধাহত) সড়ক নামে ফরিদগঞ্জ-রূপসা সড়কটি নামকরণের অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৮ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি পত্র (স্মারক নং ৪৬, ০৬৮,০০৩,০০,০০,০০১,২০১৮-৪৬৪) স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী, চাঁদপুরের জেলা প্রশাসক ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করেছেন মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা-২-এর উপ-সচিব জেসমিন পারভিন।

খোঁজ নিয়ে জানা গেছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নামে ফরিদগঞ্জ-রূপসা সড়কের নামকরণের জন্যে সরকারিভাবে অনুমোদন চেয়ে উপজেলা ছাত্রলীগের একটি গ্রুপের সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটওয়ারী ইতিপূর্বে আবেদন করেছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়