মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০

বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকাবস্থায় প্রতিবছরই বোমা হামলা চালিয়েছিল
শাহরাস্তি ব্যুরো ॥

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর যুবলীগ। ১৭ আগস্ট বিকেলে মেহের উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঠাকুর বাজার, কালীবাড়ি বাজার অতিক্রম করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জির সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিবছরই বোমা হামলা চালিয়েছিল। তারা ১৭ আগস্ট প্রতিটি জেলায় সিরিজ বোমা হামলা করে। তারা বারবার হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনাকে মারতে চেয়েছিল। এখনো তারা ওঁৎ পেতে আছে। আমরা বলতে চাই, বাংলাদেশ যুবলীগ রাজপথে রয়েছে, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি। দলের বিপথগামীদের উদ্দেশ্যে তিনি বলেন, খন্দকার মুশতাকের কথা আমরা ভুলে যাই নি। দলের মধ্যে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হবেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান কবির, পৌর যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম বাবুল, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, যুবলীগ নেতা মনির হোসেন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক যুবলীগ নেতা-কর্মী অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়