প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে বেড়েছে ডিমের দামও। চাঁদপুরে ক’দিন আগেও একটা ডিম ৮/৯ টাকায় বিক্রি হতো। এখন একটা ডিম কিনতে হয় ১৪ টাকায়। স্থানীয় খুচরা বাজারগুলোতে একহালি ডিম বিক্রি হচ্ছে ৫৪-৫৬ টাকায়। ফলে দুশ্চিন্তায় সীমিত আয়ের মানুষ।
সরজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারগুলোতেও ডজনপ্রতি বেড়েছে ডিমের দাম। এক ডজন লাল ডিম ৪০ থেকে ৫০ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ১৫০ টাকায়। সাদা ডিমের ডজন ১৫০ টাকা, দেশি ২১০ টাকা ও হাঁসের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।
ক্রেতারা বলেন, তেলের মূল্যবৃদ্ধির কারণে ডিমের দাম এতোটা বাড়ার তো কথা নয়। আজকের বাজারে অনেকে পর্যাপ্ত মাছ-মাংস কিনতে পারেন না। নিম্নবিত্তের সাধ্যের মধ্যে থাকা ডিমের দামও এখন আকাশ ছোঁয়া। মানুষ যাবে কোথায় ?
ডিম ব্যবসায়ীরা জানান, খামারে বিদ্যুৎ থাকে না। জেনারেটর দিয়ে আলোর ব্যবস্থা করা হয়। ডিজেলের দামও বাড়তি। মুরগির খাবারের দাম বেড়েছে, প্রোডাকশনও কম। অন্যদিকে বাজারে বাজারে ডিমের চাহিদা অনেক। এসব কারণেই দামও বাড়তি। এছাড়া খামারিদের অনেকে আগে লোকসান দিয়েছেন, এখন বাড়তি দামে বেচতে না পারলে তাদের ব্যবসা টিকবে না। বিশেষত জ্বালানি তেলের দাম বাড়ার পরই সব জিনিসের মতো ডিমের দামও বেড়েছে। পাইকারি ডিমের শ’ ১১শ’ টাকা থেকে ১২শ’ টাকা।