প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০
মতলব উত্তরে জাতীয় শোক দিবস পালিত
ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করলেও ঘাতকরা তাঁর আদর্শ হত্যা করতে পারেনি : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মতলব উত্তর থানা, উপজেলা আওযামী লীগ ও সহযোগী সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শোক র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও আশরাফুল হাসানের সভাপ্রধানে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডঃ রুহুল আমিন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্ল্যাহ, মতলব উত্তর থানার অফিসার মোহাম্মদ শাহজাহান কামাল, সাংবাদিক লতিফ মিয়াজী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিন, ছাত্রলীগ নেতা অভি প্রমুখ।
সভায় নূরুল আমিন রুহুল এমপি বলেন, ১৫ আগস্ট বাঙালির ইতিহাসের এক কালো দিন। ৪৭ বছর আগে এদিনে হত্যা করা হয় স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু বঙ্গবন্ধুই নয়, তাঁর পুরো পরিবারকে হত্যার মধ্য দিয়ে বিভৎস ঘটনা ঘটানো হয়। হত্যাকারীরা ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে সক্ষম হলেও বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে কখনো হত্যা করতে পারেনি। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, হত্যা করতে পারেনি বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে। জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে বাস্তবায়ন করছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের অনেকেই এখনও বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনাদর্শকে বুকে ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।