মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০

খুনি রাশেদের কারণে হাজীগঞ্জবাসী লজ্জিত
কামরুজ্জামান টুটুল ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী দলের অন্যতম মেজর রাশেদ চৌধুরী। সেই রাশেদ চৌধুরীর বাড়ি হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে। খুনি রাশেদ চৌধুরীর কারণে আমরা হাজীগঞ্জবাসী লজ্জিত। আমরা ঘৃণা জানাই সে খুনিকে।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের আয়োজনে জাতির পিতার ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন।

কলেজ অধ্যক্ষ আবু ছাইদের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন বতু, পৌর প্যানেল মেয়র-২ মোঃ আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী কবির হোসেন ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন। এরপর বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসাঈনুল আজম, শিক্ষার্থী সুমাইয়া আরিফ প্রমুখ।

আলোচনা সভায় ৭ মার্চের ভাষণ উপস্থাপন করেন শিক্ষার্থী মারিয়া সুলতানা। কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী জান্নাতুল নাঈম ইকরা। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবু নোমান মোঃ নাজমুস শাহাদাত।

প্রভাষক কামরুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজ শাখার সমন্বয়কারী মোঃ তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক শ্যামল কৃষ্ণ সাহা, শাহজাহান মুন্সী, মমতাজ বেগমসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এর আগে দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্বরে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান অধ্যক্ষ মোঃ আবু ছাইদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়