শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে
  •   সৌদি আরবে বাংলাদেশের ১৬তম  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০

খোদেজা বেগম বলাখাল জেএন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

খোদেজা বেগম বলাখাল জেএন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
কামরুজ্জামান টুটুল ॥

খোদেজা বেগম হাজীগঞ্জের বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন। শনিবার তিনি এ দায়িত্ব বুঝে পান। এর আগে তিনি একই শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শাখার সহকারি অধ্যাপক(কম্পিউটার) পদে এবং কলেজ শাখার মনিটরের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০০০ সাল থেকে শিক্ষকতা পেশায় জড়িত রয়েছেন।

তিনি বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক, চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি, রোটারী ক্লাবের সাবেক সভাপতি, রোটারী জেলা ৩২৮২-এর সাবেক অ্যাসিস্টেন্ট ও ডেপুটি গভর্নর রোটাঃ মোঃ জাকির হোসেনের সহধর্মিণী।

খোদেজা বেগম ইডেন মহিলা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রী গ্রহণ করেন। তার বাবার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বোয়ালিয়া কাজী বাড়ি ও স্বামীর বাড়ি একই উপজেলার বড়ালী গ্রামে। তিনি ৪ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট। তিনি দুই কন্যার জননী।

এক প্রতিক্রিয়ায় খোদেজা বেগম চাঁদপুর কন্ঠকে জানান, এটা একটা পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমাদের সাংসদ মহোদয় মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি স্যার, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, গভনিং বডি, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারগণসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাগণের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সকলের সহযোগিতা নিয়ে আমি উক্ত প্রতিষ্ঠানকে ফলাফল ও অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে নিয়ে যাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়