প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা বিএনপির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহরাস্তি উপজেলা শাখার সাবেক সভাপতি ও শাহরাস্তি উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজীর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দেলোয়ার হোসেন মিয়াজীর মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। যা দলের জন্যে অপূরণীয় ক্ষতি। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোকবার্তা জানান চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।