প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সর্বজনশ্রদ্ধেয় দেলোয়ার হোসেন মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্নালি... রাজিউন)। ঢাকা নেয়ার পথে কুমিল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেলোয়ার হোসেন মিয়াজী সন্ধ্যায় তাঁর উপজেলা সদরস্থ বাসায় বুকের ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেন।
দেলোয়ার হোসেন মিয়াজী উপজেলার একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি। তিনি ১৯৯৮ সাথে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০২০ সাল পর্যন্ত তিনি দীর্ঘ ২২ বছর এ দায়িত্ব পালন করেন। তিনি দুবার বিপুল ভোটে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঈদের দিন সন্ধ্যায় হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীগণ তাঁকে শেষবারের মতো দেখতে তাঁর বাড়িতে হাজির হন।
দেলোয়ার হোসেন মিয়াজীর জানাজার পূর্বে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, জেলা পরিষদের সদস্য, তাঁর ভগ্নিপতি জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ মান্নান মোল্লা, উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ কমল, পরিবারের পক্ষে দেলোয়ার হোসেন মিয়াজীর একমাত্র ছেলে হৃদয়। মরহুমের জানাজায় নামাজে ইমামতি করেন পৌর সদরের গুলাছি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।