প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০
দ্রুতগতির মোটরসাইকেলে ঈদের দিনে প্রাণ হারালো রাশেদ (২০)। রাশেদের মৃত্যুতে পুরো এলাকায় ঈদের আনন্দ শোকে পরিণত হলো। বুধবার দুপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয় সে। সেখান থেকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় রাশেদ। দুর্ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা এলাকায়। সে একই উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার ছৈয়াল বাড়ির শহীদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বেলা দুইটার দিকে রাশেদ মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। ঘুরতে গিয়ে সে মোটরসাইকেলটিকে দ্রুতগতিতে চালাতে শুরু করে। দ্রুতগতির কারণে সড়কের পাশের একটি গাছের সাথে তার মোটরসাইকেলটি সজোরে আঘাত করে। এতে করে সে মারাত্মক আহত হয়। ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যায় রাশেদ।
রাশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী চাঁদপুর কণ্ঠকে বলেন, তার লাশ আনার জন্যে আমি শাহবাগ থানার ওসির সাথে কথা বলেছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, ছেলেটি দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ বিষয়ে নিহতের লাশ ঢাকা থেকে আনতে আমরা সহায়তা করবো।