প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজারে কোরবানির গরুর গোশতের একটি টুকরোতে ‘আল্লাহু’ লেখা ভেসে ওঠেছে। ঘটনাটি ঘটেছে ঈদের দিন বিকেল তিনটায় পুরাণবাজারস্থ পৌর ৩নং ওয়ার্ডের বটগাছ তলা রোমান মিজির বাড়ির ভাড়াটিয়া স্থানীয় ব্যবসায়ী সেলিম ঢালীর ঘরে। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার উৎসুক মানুষ ভিড় করে ‘আল্লাহু’ লেখা গোশতের টুকরা একনজর দেখার জন্যে।
জানা যায়, ঈদুল আজহার দিন বুধবার সেলিম ঢালী ভাগে গরু কোরবানি দেন। তিনি তার ভাগের অংশ ঘরে নিয়ে গেলে সেখান থেকে কিছু মাংস তার স্ত্রী হাজেরা বেগম (৩৫) রান্না করার সময় হঠাৎ এক টুকরা গোশতের উপর ‘আল্লাহু’ লেখা ভেসে উঠতে দেখেন এবং টুকরা উঠিয়ে আলাদা করে রেখে দেন। পরে বিষয়টি লোহারপুল শাহী জামে মসজিদের ইমামকে দেখানো হলে উক্ত গোশত খাওয়াতে কোনো সমস্যা নেই বলে জানান। বরং বরকতের নিয়তে খুশি মনেই খাওয়ার পরামর্শ দেন।
‘আল্লাহু’ লেখা গোশতের অংশটুকু তারা না খেয়ে ফ্রিজে রেখে দিয়েছেন বলে সেলিম ঢালীর ছোট ভাই ইউসুফ ঢালী জানিয়েছেন।