প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০০:০০
সাংবাদিক রানার ইন্তেকাল, দাফন সম্পন্ন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার, ফটোগ্রাফার ও চিত্রশিল্পী আব্দুস সোবহান রানা (৫৮) আর বেঁচে নেই। তিনি মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে চাঁদপুর শহরের সিংহপাড়াস্থ ভাড়া বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মরহুমের জানাজার নামাজ ওইদিন বাদ আসর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে গোর-এ-গরিবা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওঃ খোরশেদ আলম। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন ও মরহুমের একমাত্র ছেলে মোঃ ইফতেয়াক খন্দকার সৈকত।
|আরো খবর
ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় জানাজায় অংশ নেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন সুফিয়ান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মিজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুস সোবহান রানার মৃত্যুর খবর শুনে সাংবাদিক নেতৃবৃন্দ তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাংবাদিক আব্দুস সোবহান রানা দীর্ঘদিন কিডনি সংক্রান্ত জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ দুই ভাই, এক বোন রেখে গেছেন। তিনি দৈনিক চাঁদপুর প্রবাহে ২০০১ সাল থেকে সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন। এছাড়া এর আগে তিনি অন্যান্য পত্রিকায়ও কাজ করেছেন। জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
শোক প্রকাশ
দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুস সোবহান রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৗস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক কেএম মাসুদ। তারা শোক বার্তায় বলেন, আব্দুস সোবহান রানা একজন ভালো মানুষ ছিলেন এবং সাংবাদিকতা পেশায় তিনি নিরলস কাজ করেছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।