শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০১:১২

শ্রীনগরে সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতে
শ্রীনগরে সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর  জানাজা ও দাফন সম্পন্ন
সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর জানাজা

বিক্রমপুরের  কৃতি সন্তান, সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা

৬ অক্টোবর সকাল ১০ টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।জানাজা পূর্বে মুন্সিগঞ্জ ১ আসনের জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী তার পিতার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান ।

এ জানাজা নামাজ পরিচালনা করেন শ্রীনগর চাউল হাটা মসজিদের ইমাম রেজাউল বারী,

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের -১ আসনের সাবেক এমপি  ও অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে  মাহী  বিচৌধুরী। 

আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সি, সিরাজদি খান উপজেলার বিকল্প ধারা নেতা ধীরন কুদ্দুস, সিরাজদিখানা উপজেলার বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলার বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃর্ধা,সাবেক সাধারণ সম্পাদক আবু কালাম কানন, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃর্ধা জেমস, সাধারণ, সম্পাদক মামুন, আটপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা, সাধারণ সম্পাদক ।এছাড়া আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামাতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার , বিকল্প ধারা , ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন , জানাজার শেষে তাকে শেষ বার দেখার জন্য শত শত মানুষের ভিড় জমে। এ সময় শোকাহত পরিবেশের সৃষ্টি হয় ।

এদিন বাদ জোহর চতুর্থ জানাজা তার নিজ বাড়ি মজিদপুর দয়া হাটা গ্রামে অনুষ্ঠিত হয় ।

পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

৫ অক্টোবর সকাল ৮ টায় প্রথম জানাজা ঢাকার উত্তরা ইউমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে ,বাদ জোহর বারিধারা ৮ নম্বর সড়কের বাইতুল আতিক জামে মসজিদের অনুষ্ঠিত হয়

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে গত শুক্রবার দিবাগত রাতপৌনে তিন ঘটিকায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী উত্তরা ইউমেন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুর সসংবাদটি শ্রীনগরে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪বছর ।

তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, একমাত্র ছেলে মাহি বি চৌধুরী,দু মেয়ে ব্যারিস্টার মুনা চৌধুরী ও ডাক্তার শায়লা চৌধুরীকে রেখে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়