বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২২:০২

শ্রীনগরে স্লোগানের ঢেউয়ে বিএনপির বিজয় র‌্যালি

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে স্লোগানের ঢেউয়ে বিএনপির বিজয় র‌্যালি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্লোগান, ব্যানার ও জনতার ঢেউয়ে বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে বিএনপির বিজয় র‌্যালি

সোমবার (১১ আগস্ট) বিকেলে শ্রীনগর কলেজ রোডের সামনে থেকে শুরু হয়ে ছনবাড়ী চৌরাস্তা পর্যন্ত এ র‌্যালি অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নেতা-কর্মীর উপস্থিতি র‌্যালিকে প্রাণবন্ত করে তোলে।

র‌্যালির প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. মোমেন আলী।

বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন, শ্রীনগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী মো. হৃদয় মোড়ল, ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন মোড়ল, স্বেচ্ছাসেবক দলের সদস্য রিজু শেখ, শাহাদত, মুরাদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কলেজ রোড বাজার থেকে শুরু হওয়া র‌্যালিটি এম রহমানের সামনে দিয়ে অগ্রসর হয়ে ছনবাড়ী চৌরাস্তার সামনে গিয়ে শেষ হয়। পথে পথে স্লোগানে মুখরিত ছিল এলাকা, চারপাশে ছিল উচ্ছ্বাস ও উৎসবের আবহ

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, অভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন— “গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়