প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের নতুন কমিটি
প্রেসিডেন্ট মাকসুদুর রহমান ও সম্পাদক অ্যাডঃ টিটু
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের নতুন কার্যকরী কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মাকসুদুর রহমান ও সম্পাদক হিসেবে অ্যাডঃ ওমর ফারুক টিটু মনোনীত হয়েছেন। ১ জুলাই শুক্রবার বিকেলে ক্লাব মিলনায়তনে সদ্য বিদায়ী সভাপতি রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিল নবাগত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং সদ্য বিদায়ী সম্পাদক রোটারিয়ান এমএ হান্নান নবাগত সাধারণ সম্পাদকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। তারপর নতুন কমিটির কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নবাগত সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শেখ মনির হোসেন বাবুল, সফিউদ্দিন আহমেদ, ডাঃ মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ আব্দুল বারী জমাদার মানিকসহ ক্লাবের অন্য কর্মকর্তাবৃন্দ।