প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
কচুয়ায় ট্রাক চাপায় সফিকুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত চলাকালীন সকাল ৭টার দিকে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক এলাকায় আবুল কাশেমের স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাচার পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল চালক নিহত সফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাসেমের ছেলে। সফিকুল ইসলাম কচুয়া থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৩৬-২৪৬১)যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২৭২৬৪) কচুয়ার বায়েক মোড় এলাকা অতিক্রম করছিল। এমতাবস্থায় সফিকুল ইসলাম তার মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যান। এতে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। দুর্ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। নিহত সফিকুল ইসলামের লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।