প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
শাহরাস্তি পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৯ জুন বুধবার বেলা সাড়ে ১১টায় এ বাজেট ঘোষণা করা হয়। পৌরবাসীর কথা চিন্তা করে বাজেটে কোনো প্রকার করারোপ করা হয়নি। শাহরাস্তি পৌরসভার দুবারের নির্বাচিত মেয়র হাজী আবদুল লতিফের সভাপ্রধানে পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (‘ক’-শ্রেণী) বাজেট পেশ করেন। এ সময় পৌরসভার ১৬ জন কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী ও অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শাহরাস্তি পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট হলো : ৬২ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা। তন্মধ্যে আয় ধরা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং বাজেট উদ্বৃত্ত দেখানো হয়েছে ২১ লাখ ৫০ হাজার টাকা। উক্ত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৫ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৩ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬ লাখ ২০ হাজার টাকা।