প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
২৯ জুন বুধবার চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার খন্দকার রিজওয়ানা পারভীন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসী চাঁদপুরে কর্মরত অন্য বিজ্ঞ বিচারকবৃন্দ, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের পক্ষে প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, জেল সুপার, চাঁদপুরের সকল থানার অফিসার ইনচার্জ, নৌ ফাঁড়ির ইনচার্জবৃন্দ, অফিসার ইনচার্জ ডিবি, অফিসার ইনচার্জ পিবিআই, কোর্ট পুলিশ পরিদর্শক প্রমুখ।
কনফারেন্সে আদালতের সমন জারি, গ্রেফতারি ও ক্রোকী পরোয়না জারি, সাক্ষী উপস্থিতকরণ, সময়মতো মেডিকেল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন, ডি.এন.এ. রিপোর্ট প্রাপ্তি, মামলা দ্রুত নিষ্পত্তি, জব্দকৃত আলামত নিষ্পত্তি, পুলিশ রিমান্ড ও ৫৪ ধারা গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা ও অন্যান্য আবশ্যকীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহকে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।