সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুর সদরে শিক্ষকদের মৌন মানববন্ধন
বাদল মজুমদার ॥

শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও অন্যান্য শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মৌন মানববন্ধন করেছে চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

গতকাল ৩০ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অঙ্গীকার পাদদেশে প্রায় ৭ শতাধিক শিক্ষকের উপস্থিতিতে মুখে কালো ফিতা বেঁধে মৌন মানববন্ধন করা হয়। কর্মসূচির সফল বাস্তবায়ন করতে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ দেবনাথ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান মজুমদার, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, লেডি দেহলভী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তপদার, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন, ডাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, লেড প্রতীমা মিত্র বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াছমিন প্রমুখ। এ সময় বক্তারা হত্যাকারী ও লাঞ্ছনাকারীদের দ্রত বিচার দাবি করেন।

কর্মসূচির সার্বিক বাস্তবায়নে ছিলেন গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, লেডী দেওলভী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়