প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজে ৩০ জুন (বৃহস্পতিবার) বেলা ১২টায় কনফারেন্স কক্ষে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপ্রধানে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি, চাঁদপুর সরকারি কলেজ ইউনিট গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ. এম. হাসান শাহরিয়ার সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এরপর বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি, চাঁদপুর সরকারি কলেজ ইউনিট এক প্রতিবাদ সভার আয়োজন করে। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ. এম. হাসান শাহরিয়ারের সভাপ্রধানে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
প্রতিবাদ সভায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিক্ষকবৃন্দের ওপর নির্যাতন, হত্যা, অত্যাচার এবং লাঞ্ছনার বিষয়ে অনেক শিক্ষক বক্তব্য রাখেন। গত ৮ জুন গফরগাঁও সরকারি কলেজে ছাত্র নামধারী কতিপয় দুষ্কৃতকারী কলেজ অধ্যক্ষ এবং শিক্ষকদের উপর হামালা চালায়। এরপর ১৮ জুন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে সকলের সামনে লাঞ্ছিত করে। এরপর ২৫ জুন সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, এ ঘটনাগুলো আমাদেরকে ব্যথিত ও মর্মাহত করে। আমরা মনে করি, রাষ্ট্রের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে ব্যাহত করার উদ্দেশ্যে শান্তিপ্রিয় জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার অংশ হিসেবে এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার অভাবে এ ঘটনাগুলো ঘটেছে। এ থেকে উত্তরণের জন্যে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের আগামী প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। আমরা চাঁদপুর সরকারি কলেজ পরিবার এ সকল ঘটনায় ব্যথিত ও বিচলিত। এর জন্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনাগুলোর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, যুগ্ম সম্পাদক ও ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার, অর্থসচিব ও ভূগোল বিভাগের প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।