প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অমানবিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে সারাদেশের ন্যায় চাপা ক্ষোভে ফুঁসে উঠেছে চাঁদপুরের শিক্ষক সমাজ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্তের পাশাপাশি নিজেদের জোরালো প্রতিবাদী অবস্থান তুলে ধরতে মাঠে নেমেছেন। বৃষ্টিবাদল উপেক্ষা করে তারা মৌন মানববন্ধন করেছেন এবং প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছেন। এ সংক্রান্ত সংবাদ জেলার বিভিন্ন স্থান থেকে চাঁদপুর কণ্ঠের প্রতিনিধিবৃন্দ পাঠিয়েছেন।