প্রকাশ : ৩০ জুন ২০২২, ০০:০০
করোনা পরিস্থিতি হঠাৎ অবনতির দিকে চলে গেছে। একদিনের ব্যবধানে চাঁদপুরে শনাক্তের হার ৬ শতাংশ থেকে প্রায় ১৫ শতাংশে উঠে গেছে। এর আগে ২৭ জুন ছিলো ১০ শতাংশ।
গতকাল ২৯ জুন বুধবার চাঁদপুুরে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মোট ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। বাকি ৪০টি রিপোর্ট হয় নেগেটিভ। শনাক্তের হার ১৪.৮৯ শতাংশ। পজিটিভ ৭ জনের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে ২৮ জুন শনাক্তের হার ছিলো ৬.২৫ শতাংশ, ২৭ জুন ছিলো ১০ শতাংশ। এখন চাঁদপুরে প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে। করোনা পরীক্ষার সংখ্যা বাড়লে শনাক্তও আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ২৯ জুন শনাক্ত হওয়া ৭ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪শ’ ৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৭ হাজার ১শ’ ৩০ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৬ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৩২ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।