সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জুন ২০২২, ০০:০০

দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা অব্যাহত থাকবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মহামূল্যবান কিতাব সংরক্ষণে প্রয়োজনীয় সেলফসহ স্থাপনা নির্মাণে অনুদান প্রদান করেছে ফরিদগঞ্জ পৌরসভা। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে মাদ্রাসার অধ্যক্ষ ড. এ.কে.এম. মাহবুবুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, আমিন মিজি, পৌরসভার ক্যাশিয়ার গিয়াসউদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুুনুর রশিদ পাঠান, নূরুন্নবী নোমান ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

অনুদান প্রদানকালে মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠানের পাশে থাকা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আমি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকার দ্বীনি প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর রাখছি। তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে। সেই অনুযায়ী এ অঞ্চলের সর্ববৃহৎ দ্বীনি প্রতিষ্ঠান ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসাকে তাদের কিতাব সংরক্ষণে ব্যবস্থা নেয়ার জন্যে পৌরসভার পক্ষ থেকে এক লাখ টাকার অনুদান প্রদান করা হলো। ভবিষ্যতে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা অব্যাহত থাকবে। পরে দেশ ও জাতির জন্যে বিশেষ মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. এ.কে.এম. মাহবুবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়