প্রকাশ : ২৯ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের ফিশারী গেইট সংলগ্ন চৌধুরী বাড়ি জামে মসজিদের সাবেক সহ-সভাপতি ও আল রাজি হাসপাতালের মহাপরিচালক স্বনামধন্য চিকিৎসক ডাঃ এম এ মান্নান আর বেঁচে নেই। তিনি সোমবার (২৭ জুন) রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয় স্বজন রেখে যান।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১০টায় চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ওই মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে চাঁদপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।