সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলতে এসে সড়ক দুর্ঘটনায় খেলোয়াড়সহ আহত ৬
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (প্রাথমিক পর্যায়ের) উপজেলা পর্যায়ের সেমিফাইনাল খেলা খেলতে এসে সড়ক দুর্ঘটনায় আহত হলেন খেলোয়াড় ও শিক্ষকসহ ৬জন। ঘটনাটি ঘটে ২৭জুন সোমবার বিকেলে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ওনুআ চত্বর এলাকায়। আহত শিক্ষার্থী, খেলোয়াড় ও শিক্ষকরা গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আহতরা হলেন : ইসমাইল হোসেন (১১), সিয়াম হোসেন (১১), শিক্ষক ইভানা (২৯), ফেরদৌসি বেগম (৩৫), শিল্পী রাণী (৪২) ও চালক মোঃ আতিক (৩২)।

জানা গেছে, প্রাথমিক শিক্ষার্থীদের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনাল খেলা ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছিলো। সে অনুযায়ী গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় ও শিক্ষকরা অটোবাইকযোগে সোমবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরে আসার পথে ওনুআ চত্বর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রিকশাভ্যানের সাথে সংঘর্ষে পতিত হয়। এ সংঘর্ষে অটোবাইকে থাকা গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, খেলোয়াড় ও শিক্ষকরা গুরুতর আহত হন। পরে তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিক্ষার্থী ইসমাইল হোসেন ও শিক্ষকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর রেফার করেন। অন্যরা ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়