প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ। গতকাল ২৭জুন উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এ সংক্রান্ত সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপ্রধানে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। এছাড়াও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ সনদ ও পুরস্কার পেয়ে মহান আল্লাহতায়ালার শোকরিয়া আদায় করেন। প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।