প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০
গাড়িগুলো দেখলে মনে হয়, কোনো শো-রুম অথবা গ্যাস পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সে রকম কিছু নয়। গাড়িগুলো যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এমন স্থানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যাতে একেবারে দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চাঁদপুর সেতুর দক্ষিণ পাড়ে চাঁদপুর মেরিন টেকনোলজি (আইএমটি)তে প্রশিক্ষণার্থীদের নেয়ার জন্য গাড়ির চালকরা এভাবে সারিবদ্ধভাবে গাড়িগুলো মোড়ের মধ্যে দাঁড় করিয়ে রাখে। যা নিত্যদিনের চিত্র। গাড়িগুলো সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকার কারণে অন্যান্য যানবাহন চলাচল করছে ঝুঁকিপূর্ণভাবে। এ স্থানে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেন সচেতন মহল। ছবি ও প্রতিবেদন : সোহাঈদ খান জিয়া।