প্রকাশ : ২৭ জুন ২০২২, ০০:০০
আজ সকাল ৯টায় হাসান আলী স্কুল মাঠে জানাজা
অ্যাডঃ মজুমদার একেএম ফারুক মারা গেছেন
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ মজুমদার একেএম ফারুক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন)। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় ঢাকা বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আইনজীবীদের সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর। চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের বড় ভগ্নিপতি হলেন অ্যাডঃ ফারুক।
|আরো খবর
মেয়র জুয়েল জানান, মরহুমের জানাজার নামাজ আজ সোমবার সকাল ৯টায় শহরের চিশতিয়া জামে মসজিদের সামনে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, অ্যাডঃ মজুমদার একেএম ফারুক দীর্ঘদিন চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আইন পেশায় দক্ষতার সাথে নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনসহ মরহুমের সাথে প্র্যাকটিস করা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবরসহ অন্য নেতৃবৃন্দ।