প্রকাশ : ২৭ জুন ২০২২, ০০:০০
মতলব উত্তরে ধনাগোদা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হযরত আলী (৩০)-এর লাশ ৩ দিন পর পাওয়া গেছে। ডুবুরি দল ২ দিন উদ্ধার অভিযান পরিচালনা করেও তার সন্ধান পায়নি। অবশেষে ২৬ জুন রোববার সকালে সেই লাশের সন্ধান মিলেছে। রোববার সকালে ধনাগোদা নদীর নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে বালুর মাঠ এলাকায় কবরস্থান সংলগ্ন নদীতে ভেসে উঠে হযরত আলীর লাশ। স্থানীয়রা দেখে লাশের স্বজনদের খবর দিলে তারা এসে জেলেদের মাধ্যমে জাল টেনে তীরে নিয়ে আসে। স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
জানা যায়, ২৪ জুন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিম কাউয়াদি গ্রামের হযরত আলী বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার নন্দলালপুর এলাকায় ফাইভ স্টার ব্রিক ফিল্ডে ইট নিতে আসে।
ইট নিয়ে যাওয়ার সময় ধনাগোদা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় ৪ বছরের ছেলে ও ভাতিজা ইমরান (১০)কে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী। এরপর থেকে হযরত আলীর আর খোঁজ মেলেনি।
স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসকে খবর দিলে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের ছয়জনের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত ১ ঘন্টা উদ্ধার অভিযান চালায়। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধারে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত সন্ধান পায়নি হযরত আলীর। ২৬ জুন রোববার সকালে নদীতে ভেসে উঠে তার লাশ।