সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুন ২০২২, ০০:০০

সিলেটে বন্যার্তদের জন্য দানবীর হাজী মোঃ কাউছ মিয়ার দুই ট্রাক খাদ্য উপহার প্রেরণ
স্টাফ রিপোর্টার ॥

সিলেটের বন্যাদুর্গতদের মাঝে বিতরণের জন্যে ৫০০ বস্তা চাল (২৫ মেট্রিক টন) পাঠিয়েছেন বাংলাদেশের সবার সেরা শীর্ষ করদাতা চাঁদপুরের কৃতী সন্তান শিল্পপতি সমাজসেবক ও দানবীর হাজী মোহাম্মদ কাউছ মিয়া। ২৫ জুন শনিবার রাতে চাঁদপুর থেকে কাউছ মিয়ার চাল বোঝাই দুটি ট্রাক সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের তত্ত্বাবধানে তার উপস্থিতিতে কাউছ মিয়ার প্রতিনিধি দেলু দর্জি এ চাল সিলেটে নিয়ে যান। সেখানে গতকাল রোববার বন্যাদুর্গত এলাকায় কাউছ মিয়ার মানবিক সহয়তার এ উপহার জনপ্রতি এক বস্তা করে (৫০ কেজি) ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এবার আকস্মিক বন্যায় সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন এবং সেখানে মানবিক বিপর্যয় দেখা দেয়।

দেশের অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো বর্তমান ৯২ বছর বয়সী দানবীর কাউছ মিয়া এবারও বসে থাকেননি। সিলেটের বন্যার খবরে তিনি তাঁর প্রতিনিধির মাধ্যমে খাদ্য সহায়তা পাঠিয়ে দিয়েছেন।

২৬ জুন সকালে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনের কাছে দুই ট্রাক চাল হস্তান্তর করা হয়। এসব চাল বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হবে বন্যাকবলিত অসহায় মানুষদের মাঝে।

উল্লেখ্য, হাজী মোঃ কাউছ মিয়া তাঁর দীর্ঘ ব্যবসায়িক জীবনে যখনই দেশের যে প্রান্তে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, পাহাড় ধস দেখেছেন সেখানে অসহায় মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়